Print Date & Time : 9 May 2025 Friday 3:17 am

মণিরামপুর বিএনপির ১৭ নেতাকর্মীকে শ্যোন অ্যারেস্ট

পুলিশের উপর হামলা ও নাশকতা মামলায় যশোরে বিএনপির ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে আদালত জামিন দিলেও শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে ফের কারাগারে নেওয়া হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে।

দলীয় সূত্র বলছে, মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক নাজমুল হক লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাস্টার হামিদুল ইসলাম, খানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, রোহিতা ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ও খানপুর ইউনিয়ন বিএনপির সদস্য হারুন অর রশিদসহ ১৭ জন নেতাকর্মী।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, নেতাকর্মীরা একটি মামলায় জামিনে থাকলেও পুরনো একটি নাশকতা মামলায় এসব নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদলত। তাই কারা ফটকের মধ্যে তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, মণিরামপুরের ১৭ নেতাকর্মী আদালতের মাধ্যমে জামিন পান। আদালতে জামিন পেলেও থানার নাশকতার মামলায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে ৷

দৈনিক দেশতথ্য//এইচ//