Print Date & Time : 2 July 2025 Wednesday 10:20 am

মতিয়ার রহমান হাজরা জেলার শ্রেষ্ঠ সভাপতি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। রবিবার জেলা শিক্ষা অফিস থেকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে মতিয়ার রহমান হাজরার নাম ঘোষনা করা হয়।

মতিয়ার রহমান হাজরা কোটালীপাড়া উপজেলার ০২ নং মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। অপরদিকে এই বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন।

তিনি বলেন কোটালীপাড়া উপজেলায় ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন মতিয়ার রহমান হাজরা। তার নাম উপজেলা থেকে জেলায় পাঠানোর পরে জেলার ৮৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যে মতিয়ার রহমান হাজরা জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহান মুন্নি বলেন, আমার বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মতিয়ার রহমান হাজরা জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।

মতিয়ার রহমান হাজরা বলেন, রাজনীতির পাশাপাশি আমি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত। এসব প্রতিষ্ঠানে আমি নিরালস ভাবে শ্রম দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আমি জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছি। আমি চাই জেলার সকল সভাপতিই তাদের মেধা ও শ্রম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি সাধন করুক।

দৈনিক দেশতথ্য //জা//অক্টোবর ০৩, ২০২২//