ডিবি রিপোর্ট:
ফরিদপুর জেলার মধুখালীতে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার (পদক) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদদীন। উপজেলা নির্বাহী অফিসার,মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনজুরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক বুলবুল আহম্মেদ প্রমূখ।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমা আক্তার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন মিয়া ও কানিজ ফাতেমা।
জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১৬২ জন বিজয়ী শিক্ষার্থীকে স্বীকৃতিস্বরূপ পদক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২০,২০২৪//