মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক:
টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ, এ প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক দূর্যোগ ব্যবস্থাপনা প্রশমন দিবস উপলক্ষে, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে উদ্ধার বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচতনতার জন্য বিভিন্ন মহড়ায় কৌশল তুলে ধরেন।
দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে, তাই দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের ইমরান হোসেন, নির্বাচন অফিসার জান্নাত আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, মধুপুর থানার এস আই রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ ভৌমিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা বোরহান উদ্দিন একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নানা ধরনের মহড়া প্রদর্শন করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post