Print Date & Time : 16 May 2025 Friday 4:12 pm

মধুপুরে কম্বাইন্ডার হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা : ২৩ মে বৃহস্পতিবার বিকেলে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে এক সাথে একই জাতের ধান রোপনের পর কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানকাটা উৎসবের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমিনূর রাত্রি, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজি, তাপস কুমার সরকার প্রমুখ।

মধুপুরে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। চলতি বছর রবি মৌসুমে নরকোনা বিলে স্বল্প জীবনকালের হাইব্রিড জাতের ধান চাষের মধ্যে দিয়ে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। রবি বোরো মৌসুমে সমলয় চাষাবাদ পদ্ধতিতে রোপন করা স্বল্প জীবন কালের ব্রি-ধান কাটা শুরু করেছে কৃষকরা ।

সমলয় চাষাবাদ পদ্ধতির ফলে এক জমিতে বছরে অধিক ফসল পাচ্ছে কৃষকরা। স্বল্প জীবন কালের ব্রি জাতের বোরো ধান কাটার পর স্বল্প জীবন কালের আমন চাষ করে চাষের সুযোগ পাচ্ছে কৃষকরা। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা ষাকুরা নাম্মী জানান, ব্রি-স্বল্প জীবন কালের এ ধান কাটার পর আমন চাষের অসল সময়ে জমিতে সরিষা চাষের পর সহজেই বুরো চাষ করা যায়। এতে আমন বুরো মধ্যে সময়ে বাড়তি ফসল সরিষা পাওয়া যায়। নরকোনা গ্রামে সমলয় চাষাবাদে কৃষক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এ কর্মকর্তার।

দৈনিক দেশতথ্য//এইচ//