নাজিবুল বাশার, মধুপুর ( টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে চার বন্ধু শমসের মিয়া (৩০) নামে এক বন্ধুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের গড় অঞ্চল দোখলা রেঞ্জের তিলের টাল এলাকা নামক স্থানের একটি আনারস বাগান থেকে মরদেহটি উদ্ধার করে।নিহত শমসের একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে। সে কুলি শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, রাতে শমসেরসহ চার বন্ধু মদ পান করতে যান। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হতে পারে। এরই জেরে শমসের আলীকে পিটিয়ে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন সাংবাদিকদের জানান, মরদেহের শরীরের আঘাত চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//