Print Date & Time : 24 August 2025 Sunday 7:00 pm

মধুপুরে ট্রলির চাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে অজ্ঞাতনামা ট্রলির চাপায় পিষ্ট হয়ে আরিফুল ইসলাম রাফি (২৩) নামের যুবক নিহত হয়েছে। মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার নরকোণায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম রাফি পৌর এলাকার দক্ষিণ দামপাড়ার জামাল হোসেনের ছেলে। সে আউটসোর্সিং এর কাজ করত।

স্থানীয়রা জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল রাফি। ঘটনাস্থলে একটি ট্রলি অতিক্রম করতে গিয়ে ট্রলির চাপায় পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৩,২০২৩//