নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয় এবং গুরুতর আহত হয় সিএনজির এক যাত্রী। সিএনজি চালকের নাম হেলাল উদ্দিন (৫৫)। সিএনজি চালক হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। গুরুতর আহত সিএনজির অজ্ঞাত(৪৫) এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা(ওসি) রাসেল আহমেদ জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে পৌর এলাকার কািতকাই নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থালেই সিএনজি চালকের মৃত্যু হয়। অজ্ঞাতনামা এক যাত্রী গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যাত্রীর পরিচয় সনাক্ত করা যায়নি।

Discussion about this post