Print Date & Time : 14 August 2025 Thursday 4:33 am

মধুপুরে প্রতিবন্ধী ব্যাক্তিদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক সেমিনার

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইল মধুপুরে শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে শিল্প কল-কারখানায় কর্মসংস্থান সৃষ্টি উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড (সিআরপি) এবং মার্কস অ্যান্ড স্টার্ট।

সিআরপির মার্কস অ্যান্ড স্টার্টস প্রকল্পের সমন্বয়ক নুপুর গমেজ জানান, সারাদেশের শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে যাদের ডান হাত ডান চোখ এবং ডান অংশ ভালো রয়েছে তাদেরকে সেলাই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং সহ ৬টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ বাস্তবায়নের জন্য ১০০ টি গার্মেন্টস কারখানাকে যুক্ত করা হয়েছে। যাতে করে প্রশিক্ষণ শেষ হওয়ার পর পরই ওই সকল প্রশিক্ষিত প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া যায়। ইতিমধ্যে ৪ হাজারের অধিক শারীরিক প্রতিবন্ধীকে প্রশিক্ষিত করে চাকরি দেয়া হয়েছে। মধুপুরেও আমরা এসেছি টাঙ্গাইল জেলার সমস্ত উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের কর্মক্ষম করে চাকরি দেয়ার প্রস্তাব নিয়ে। আর যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে প্রশিক্ষণ দেব তারপর চাকরির ব্যবস্থা করে দেব। এই অনুষ্ঠানে
মধুপুর সকল প্রতিবন্ধী স্কুলের ছাত্র -ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন সিআরপির মাধব স্মৃতি ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: মাহাবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, কনসালট্যান্ট, ফিজিওথেরাপিস্ট মো: জামালুল করিম, প্রকল্প কর্মকর্তা রাজিব আল রানা, মার্কস এন্ড স্টার্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নুপুর গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন ।