নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: ৩ জুলাই সোমবার সকালে বৃক্ষ রোপন কার্যক্রম তরান্বিত করা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইল জেলায় এ বছর বর্ষা মৌসুমে এক লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করার কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসক।
তারই ধরাবাহিকতায় মধুপুর উপজেলায় আগামী ১৩ জুলাই বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
এতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মনিরুজ্জান, প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, বন বিভাগের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post