টাঙ্গাইলের মধুপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকেলে আউশনারা ইউনিয়নের ৩৭ জন ভিক্ষুকের মাঝে ৩৭ টি ছাগল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সমাজসেবা অধিদপ্তর থেকে ২০২২-২৩ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে প্রাপ্ত বরাদ্দ থেকে এ ছাগল বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়।
গারোবাজার সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আউশনারা ইউনিয়নের ৩৭ জন ভিক্ষুক এর মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, আউশনারা ইউনিয়ন পরিষদের সদস্য লিটন ফকির, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন ও লাকী আক্তার প্রমুখ।
সরকার ভিক্ষা ভিত্তি রোধে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য আয়বর্ধক হিসবে ছাগল বিতরণ করে। এ ছাগল পালনের মধ্যে দিয়ে ভিক্ষুকরা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে। এতে তারা ভিক্ষা ভিত্তি বাদ নিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবে। এ জন্য আউশনারাসহ কয়েকটি ইউনিয়নে কয়েক ধাপে ছাগল বিতরণ করা হয়। এ কর্মসূচির আউশনার ইউনিয়নের ভিক্ষুকদের ৩৭ টি ছাগল বিতরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/