মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় মধুপুর ভুট্ট এলাকায় শিশুসহ জনসাধারণের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে ‘রূপকথার গল্প পার্ক।
আনন্দ বিনোদনের জন্য প্রবেশ ফ্রি করে দিয়েছেন পার্কের প্রতিষ্ঠাতা ঝর্ণা সারওয়ার।
জানা যায় আজ থেকে দেড় বছর আগে তিন বিঘা জমিতে এই পার্কের কাজ শুরু করেন ঝর্ণা সারওয়ার।
প্রথমে এখানে ছোট্ট কিশোর কিশোরীরা ঘোরাঘুরি করে সময় কাটাতো। এরপর যখন বাগানের গাছের সংখ্যা বাড়তে থাকে জমির পরিধি বাড়তে থাকে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অভিভাবকরা বিনোদনের জায়গা হিসেবে বেছে নেন।
এ দেখে ঝরনা সারোয়ার চিন্তা করেন কিভাবে এলাকার জনগণের বিনোদনের একটি জায়গা গড়ে তুলা যায়।
ঠিক সেখান থেকেই তার কাজের পরিধি আরো বাড়তে থাকে। ধীরে ধীরে তিনি বাস্তবে একটি পার্ক তৈরিতে সক্ষম হয়েছেন। এই পার্কে অনেক রকম ফুল এবং ফলের গাছ রয়েছে। একটি সাঁকো রয়েছে, ১০ থেকে ১২ টি দোলনা রয়েছে ,পার্কের মাঝ দিয়ে চলার জন্য টাইলস বসানো রাস্তা রয়েছে ,একটি পুকুর রয়েছে।
রয়েছে সুন্দর একটি ঝর্ণা , ঝরনার পাশে মানুষের বসার জন্য গোলাকার বেঞ্চ সিস্টেম করা রয়েছে। এছাড়া শিশুদের জন্য আরও বিভিন্ন রকম খেলা ধুলার ব্যাস্থা রয়েছে।
যানাযায় ঝরনা সরয়ার ভবিষ্যতে এই পার্কের জন্য প্রবেশের জন্য কোন টাকা নিবেন না। ভবিষ্যতে পার্ক টি আরো কিভাবে সুন্দর করা যায় এ বিষয়ে রয়েছে সু’বিশাল পরিকল্পনা।
এবি//দৈনিক দেশতথ্য//২০ মার্চ,২০২৪//