Print Date & Time : 30 July 2025 Wednesday 4:11 pm

মধুপুরে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত

নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল: সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যেগে শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মধুপুর লাইফ কেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রসুব্রত কর্মকারের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মীর শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন মধুপুর রানী ভবানী মডেল সরকারি মাধ্যমিক স্কুলের সাবেক সহকারী শিক্ষক অলক কুমার চৌধুরী, গাবতলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, শিল্পপতি হাবিব পালোয়ান, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ, ব্যবসায়ী রঞ্জ আহমেদ, লাইফ কেয়ার হাসপাতালে পরিচালক মির্জা মামুন, সাংবাদিক আলকামা শিকদার, প্রবাসী মির্জা আবিদ হাসান রাজন, বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার সিংহ, জুয়েলারি ব্যবসায়ী মিজানুর রহমান ফকির ।

আরো  উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও  কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, স্থানীয় আনারস চাষী, স্থানীয় ব্যবসায়ী  প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য //১৩ এপ্রিল ২০২৪//