Print Date & Time : 10 May 2025 Saturday 4:27 am

মধুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল চালাতে গিয়ে পিকাপের চাপায় পিষ্ট হয়ে স্বপন (২২) নামের যুবক নিহত হয়েছে।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় মোটেরবাজার সড়কের মধুপুর ইদিলপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন কাকরাইদ জামাল হোসেনের ছেলে। সে কাকরাইদ মোড়ে তাঁর মামার হার্ডওয়ারের দোকানে কাজ করত।

স্থানীয়রা জানায়, দোকানের টাকা কালেশন করার জন্য কাকরাইদ থেকে মোটেরবাজার যাওয়ার পথে পিকাপের ধাক্কায় ঘটনাস্থলে মৃত হয়। এ বিষয়ে কোন মামলা দায়ের করেনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//