Print Date & Time : 13 July 2025 Sunday 11:08 pm

মধুপুরে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নাজিবুল বাশার:টাঙ্গাইলের মধুপুরে পৌরসভা মালাউড়ী মহাসড়কে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আটককৃতরা ধলপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও হলুদিয়া গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪০)। তারা উভয়েই মধুপুর উপজেলার বাসিন্দা।

মধুপুর পুলিশ জানায়, আটক করার সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম ওজনের ২ পোটলা হেরোইন পাওয়া গেছে। যার বর্তমান বাজারমুল্য ১ লাখ টাকা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা রুজুসহ তাদরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//