Print Date & Time : 19 April 2025 Saturday 5:22 am

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সিলেটে চিকিৎসকদের হামলার প্রতিবাদে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স ও কর্মচারীরা মানব বন্ধন করেছে।

২২ জানুয়ারি সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, কনসালটেন্ট ডা. নূর আলামিন, ডা. তারিকুল ইসলাম, ডা. ফারজানা শারমিন, নার্স সুপারভাইজার ফাতেমা বেগম, ইপিআই ইন্সপেক্টর রোকন উদ্দিন সেলিম প্রমুখ।
এসময় চিকিৎসক নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান বলেন, নিরাপদ কর্মস্থলের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৬ জন আনসার নিয়োগ ও স্বাস্থ্য সেবাদানকারীদের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//