Print Date & Time : 25 August 2025 Monday 2:10 am

মধুপুর শাল বন থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গহীন অরণ্য ঘেরা শাল বন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানা পুলিশের এক অনলাইন বিজ্ঞপ্তিতে জানাগেছে বৃহস্পতিবার (৩ আগষ্ট) আনুমানিক দুপুর সাড়ে ১২টার সময় বেরিবাইদ ইউনিয়নের পচাঁরচনা এলাকার সরকারি শাল গজারীর গহীন বনের ভিতরে স্থানীয় মহিলারা লাকড়ী কাটতে গেলে অর্ধগলিত এ লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মধুপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃত দেহটির পরনে ছিল কালো রঙ্গের জিন্স প্যান্ট,গেঞ্জি ও স্যান্ডেল।  

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৩,২০২৩//