নাজিবুল বাশার, মধুপুর, টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ভেন্যু কেন্দ্র পুর্নবহালের দাবিতে মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার দুপুর ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে গণজমায়েত
হয়।
এসময় তিনটি আঞ্চলিক মহাসড়কে অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। ভেন্যু কেন্দ্র মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্বহাল দাবিতে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, গত পাঁচ বছর ধরে মধুপুর সরকারি কলেজের ভেনু কেন্দ্র রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার কেন্দ্র পরিবর্তন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করার ঘোষণা এসেছে। এইচএসসি পরীক্ষার্থীরা শহীদ স্মৃতি কেন্দ্রে পরীক্ষা দিতে নারাজ।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত রমজানের ২০ মার্চ থেকে বিক্ষোভ ও সড়ক অবোরধ শুরু করে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সেদিনের অবরোধ তুলে নেয়। কোন দৃশ্যমান ফল না পেয়ে তারা রোজা ও ঈদ পরবর্তী আবার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দেয়।
ঘন্টা ব্যাপি অবরোধে তিন মহা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হলে জনদুর্ভোগ চরমে ওঠে। স্থানীয় প্রশাসন, মধুপুর সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তা এবং সরকারি কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
এসময় বিকেলে মধুপুর কলেজের শিক্ষক মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জোবায়ের হোসেন, সেনা ক্যাম্পের ক্যাপটেন শাহরিয়ার,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী।
এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা সাপেক্ষে নতুন ভেন্যু কলেজ শর্ত হওয়ায় ধনবাড়ী উপজেলাধীন ভাইঘাট আইডিয়াল কলেজ কে বিকল্প কেন্দ্র হিসেবে প্রস্তাব করা হয়েছে। এতে বিক্ষোভকারী পরীক্ষার্থীরা মেনে নেওয়ার আশ্বাস দেয়। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিলে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাড়ি ফিরছেন।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post