মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা:
মনপুরা পুনরায় ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আমানতউল্যা আলমগীর। তিনি ৫৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
৯ই মার্চ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টি কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ভোটে বর্তমান চেয়ারম্যান ও মনপুরা ইউনিয়নের আ’লীগ সভাপতি আমানতউল্যা আলমগীর (মোটর সাইকেল) স্বতন্ত্র প্রতিক ভোট পেয়েছেন ২ হাজার ৭শত ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ লোকমান হাওলাদার স্বতন্ত্র (আনারস ) প্রতিক ভোট পেয়েছেন ২ হাজার ২ শত ২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ নিজামউদ্দিন মিয়া চশমা প্রতিক পেয়েছেন ৩১ ভোট, মোঃ সাহাবউদ্দিন দুই পাতা প্রতিক ৬ ভোট ও মোঃ শরিফ রজনীগন্ধা প্রতিক ভোট পেয়েছেন ১০ ভোট।
রাত ৮ টায় রির্টানিং অফিসার অনিমেশ কুমার বসু বেসরকারী ভাবে মোঃ আমানতউল্যা আলমগীরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন। এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় ৫নং কলঅতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন হাওলাদার।
দৈনিক দেশতথ্য//এইচ//