Print Date & Time : 6 July 2025 Sunday 10:51 am

মনপুরায় ইউপি চেয়ারম্যান সংবর্ধিত

মনপুরা(ভোলা) সংবাদদাতা॥ মনপুরায় হাজির হাট বাজার কমিটির উদ্যোগে হাজির হাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত তরুন চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার সংবর্ধিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টায় হাজির হাট বাজারের পশ্চিম গলিতে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়।  ওই সভার সভাপতিত্ব করেন বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া । বিশেষ অতিথি ছিলেন থানা ওসি মোঃ সাঈদ আহম্মেদ, উপজেলা আ’লীগ সহসভাপতি আব্দুল মান্নান মাষ্টার, তৈয়বুর রহমান ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, আমিরুল ইসলাম ফিরোজ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন ছাত্রলীগ নেতা মোঃ জসিম হাওলাদার। সংবর্ধনা শুরুতে  পবিত্র কোরআন তেলোয়াত করেন মুফতি মোঃ ইউসুফ।  এছাড়া সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন হাজির হাট বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, বাজার কমিটির সদস্য মোঃ লিটন ফরাজী। সভায়  হাজির হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার বাজারের বিভিন্ন সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে সংবর্ধিত সভার প্রধান অতিথি বলেন, আপনারা আপনাদের চেয়ারম্যানকে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত করেছেন। বাজার ব্যাবসায়ীদের সকল সমস্য সমাধান করবেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান। আপনারা চেয়ারম্যানকে সহযোগীতা করবেন। বাজার উন্নয়নে আমাদের নেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি অনেক কাজ করেছেন। এখনও যে সমস্য আছে তাও পর্যায়ক্রম সমাধান করা হবে ।

নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, জনগন আমাকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার সাধ্য মতো আপনাদের সমস্যা পর্যায়ক্রমে তা সমাধান করার চেষ্ঠা করব।

বি/দৈনিক দেশতথ্য/২৯ অক্টোবর/ ২০২১