ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ জসিমউদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি পরিবারের পাশে থাকার ঘোষনা দিয়েছেন যুব ও ক্রীড় মুন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
পবিত্র ঈদে মরহুমের পরিবারবর্গ ভালোভাবে ঈদ করতে পারে তার জন্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি তার ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন । এমপি’র এই অনুদানের টাকা মরহুমের পরিবারবর্গের হাতে তুলে দেন মনপুরা উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে মৃত জসিমউদ্দিন এর স্ত্রী ও ছেলোর হাতে এমপি জ্যাকবের পক্ষে ১ লক্ষ অনুদানের টাকা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী এবং উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন। এছাড়াও উপজেলা আ’লীগ মরহুম জসিমউদ্দিন এর পরিবারে প্রতি সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছেন। উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ উপজেলা আ’লীগ পক্ষ থেকে মৃত ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিমউদ্দিন এর পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, তৈয়বুর রহমান ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বরসহ উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ ।
উল্লেখ্য গত ২৬শে মার্চ মনপুরায় উপজেলা আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের র্যালিতে মাথা ঘুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭.২০২২//

Discussion about this post