Print Date & Time : 21 August 2025 Thursday 7:19 pm

মনপুরায় কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন

“ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় কারিতাস বাংলাদেশে এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

এই উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, গ্যালারি উন্মোচন, বৃক্ষ রোপন, প্রদীপ প্রজ্জ্বলন, স্মৃতিচারণমূলক বক্তব্য, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অর্ন্তভুক্ত ছিল।

বুধবার সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট কারিতাস বাংলাদেশ কার্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠান সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আর্চবিশপ চট্রগ্রাম মোট্রোপলিটন আর্চডাই ওসিস ও প্রৈরিতিক প্রশাসক-বরিশাল কাথলিক ডাইওসিস লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা, কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. সেবাস্টিয়ান রোজারিও, পরিচালক অর্থ ও প্রশাসন মি. যোয়াকিম গমেজ, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী প্রমুখ।

এই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার।

এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, উন্নয়নমিত্র, সাংবাদিক, এবং কারিতাস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অংশীদারগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//