মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা :মনপুরায় বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা নতুন ব্যাংক ভবনের উদ্বোধন হয়েছে।সোমবার সকাল ১০টায় হাজির হাট বাজারের পশ্চিম পাশের গলিতে মনপুরা কৃষি ব্যাংক শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়।উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠান সঞ্চালন করেন কৃষি ব্যাংক মনপুরা শাখার অফিসার(ক্যাশ) মোঃ ইব্রাহীম। সভাপতিত্ব করেন মনপুরা কৃষি ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ।
উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলা শাখার মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাঈদ আহমেদ। দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল শাখার বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা কে.এম হাবিব-উন-নবী, বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলা শাখার আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা নুপুর কৃঞ্চ মন্ডল।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, মনপুরা সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃ জহির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া।
বক্তারা বলেন, কৃষি ব্যাংক শুধু নতুন ভবনে স্থানান্তর করলে হবেনা। গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে হবে। গ্রাহকরা যাতে কোন হয়রানি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। গ্রাহক সেবার মান বাড়াতে হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলা শাখার মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন বলেন, গ্রাহকরা যাতে মানসম্মত সেবা পায় তার জন্য কৃষি ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ হাতে আজকের এই কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন।
এই সময় বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বাজার ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Discussion about this post