ভোলার মনপুরায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জনকে আটক করে। থানায় মামলা দায়ের।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাঈদ আহম্মদ নির্দেশে এস আই শ্রীকান্ত বিশ্বাস এর নের্তৃত্বে শুক্রবার হাজির হাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ মোঃ খলিল হাওলাদার (২২) নামের এক যুবককে আটক করে। পরে তাকে আদালতে প্রেরন করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাঁজাসহ আটক খলিল হাওলাদার এর বাড়ী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহানাবাদ ৬নং ওয়ার্ডে।
এলাকাসুত্রে জানাযায়, আটক যুবক বেশ কিছুদিন ধরে আরও অপরিচিত ৪/৫ জনসহ এলাকায় ঘুরতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২২, ২০২২//

Discussion about this post