Print Date & Time : 2 July 2025 Wednesday 12:51 am

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা  ॥ ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আল-আমিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারের মনিহারি ব্যবসায়ী ও উত্তর সাকুচিয়া গ্রামের হেলালের ছেলে ।

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা হেলাল জানান, সকালে খাবার খেয়ে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে যায় নিহত শিশু আল-আমিন। পরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। একপর্যায়ে শিশু ছেলেটি ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি আরও জানান, গত বছরেও খেলতে গিয়ে শিশু ছেলেটি পুকুরের পানিতে পড়ে গিয়েছিল। তখন ওই শিশুটি ওই যাত্রায় বেঁচে গেলেও এবার সেই পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয় বলে হাউ মাউ করে কাঁদতে শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//৫ সেপ্টেম্বর-২০২২