Print Date & Time : 21 August 2025 Thursday 11:08 am

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ছালাহউদ্দিননপুরা (ভোলা) সংবাদদাতা :ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টায় ঘটনাটি ঘটে।শিশুটি উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শরিফের  ছেলে মোঃ নাঈম।পরিবারসূত্রে জানাযায় , বৃহস্পতিবার সকাল ৯টায় শিশুটি সকালের খাবার শেষে খেলার জন্য বাড়ীর উঠানে যায়। শিশুর মা ঘরের কাজ শেষে শিশুটির খোাঁজ করে। কোথাও শিশুটি দেখতে না পেয়ে এদিক ওদিক খোজাঁখুজি করে। পরে ঘরের পাশে থাকা পুকুরে খোঁজ করতে গেলে  শিশুর লাশ পানিতে ভাসতে দেখে। পরে তার ডাকচিতকারে বাড়ীর  লোকজন এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । সকাল ১১টায় জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুর মৃত্যু ঘোষনা করেন।

দৈনিক দেশতথ্য//এল//