Print Date & Time : 5 April 2025 Saturday 12:12 pm

মনপুরায় প্রতিবন্ধী সালাউদ্দিন পেলেন হুইল চেয়ার

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা:
গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর মনপুরা ইউএনও জহিরুল ইসলাম প্রতিবন্ধী মোঃ সালাউদ্দিন (৪৫) এর মাঝে নতুন একটি হুইল চেয়ার বিতরন করেন।

বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার বাসভবনের সামনে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী সালাউদ্দিনের হাতে নতুন হুইল চেয়ার তুলে দেন ইউএনও।
হুইল চেয়ার বিতরনের সময় উপস্থিত ছিলেন সমাজসেব অফিসের ফিল্ড সুপার ভাইজার মোঃ শাহ আলম,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম,মোঃ সীমান্ত হেলাল,সোহাগ মাহমুদ সৈকত।
প্রতিবন্ধী সালাউদ্দিনের জীবন কাটে দুঃখ কষ্টে এই শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদ প্রকাশ হলে সংবাদটি নজরে আসে ইউএনও জহিরুল ইসলাম এর। পরে তিনি সংবাদ প্রতিবেদক মোঃ ছালাহউদ্দিন এর কাছে বিস্তারিত তথ্য জানেন প্রতিবন্ধীর। তখন তিনি প্রতিবন্ধীর জন্য একটি নতুন হুইল চেয়ার দেওয়ার ঘোষনা করেন। এছাড়াও ইউএনও প্রতিবন্ধীর জন্য প্রধানমন্ত্রীর উপহার (ঘর) দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।
প্রতিবন্ধী সালাউদ্দিন স্ত্রীসহ ৪ মেয়ে ১ ছেলে নিয়ে অন্যের বাড়ীতে কোনমতে দুচালা টিনের ঘর উঠিয়ে বসবাস করেন। আয় রোজকার করার মত তার কোন উপযুক্ত ছেলে বা মেয়ে নেই। প্রতিদিন হুইল চেয়ারে বসে মেয়ে খাদিজা (৮) কে নিয়ে মানুষের কাছে কাছে গিয়ে ভিক্ষা করে যা পান তা দিয়ে কোন মতে সংসার চালান তিনি। তার জীবন কাটে দুঃখ কষ্টের মধ্য দিয়ে। পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছেন তিনি।

চেয়ার পেয়ে খুব খুশি প্রতিবন্ধী সালাউদ্দিন। তিনি চেয়ারে বসে আল্লাহর কাছে দোয়া করেন। তার দুচোখে যেন হাসির ঝিলিক।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম বলেন, আজ আমি সত্যি আনন্দিত। আমি সঠিক ব্যাক্তির হাতে হুইল চেয়ার তুলে দিতে পেরেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর তার জন্য বরাদ্ধ দিব।

দৈনিক দেশতথ্য//এইচ//