মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা ।। ভোলার মনপুরায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ৭০ ভূমিহীন ও গৃহহীণ পরিবার।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে থাকব। আর আমাদের কোন কষ্ট হবেনা। অগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকব। ঘর পেয়ে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা নামাজ পড়ে দোয়া করব শেখ হাসিনার জন্য । আমাগোরে বিনা পয়সায় সুন্দর ঘর করে দিছেন থাকার জন্য। এখন আমাদের কোন চিন্তা নাই । আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আরাম আয়াশে থাকতে পারব। উপজেলা অডিটোরিয়ামে গৃহহীনদের মাঝে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপহার(ঘর) পাওয়া ৭০ ভুমিহীন ও গৃহহীন পরিবার।
বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে মুজববর্ষে প্রধানমন্ত্রীর উপহার (ঘর) জমির কাগজপত্র হাতে পেয়ে খুব খুশি গৃহহীন ভুমিহীন পরিবারের লোকজন। প্রধনমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে উপহারের(ঘর) হস্তান্তর অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে উদ্ভোধনের পর পরেই উপজেলার ৪টি ইউনিয়নের প্রকৃত ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ৭০টি ঘর হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর উপহার(ঘর) ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাঈদ আহম্মেদ, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//২১ জুলাই-২০২২//