মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা:
মনপুরায় মুজিববর্ষে ৬ষ্ট ধাপের প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ২১৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
মঙ্গণবার সারা বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮হাজার ৫শত ৬৬ ভূ’মিহীন –গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর পরেই মনপুরা ২১৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপহার(ঘর) ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিঊল্যাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ অঅলমগীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো ছালাহউদ্দিনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্যতিষ্ঠান প্রধান, সাংবাদিক ,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, প্রধানমুন্ত্রীর উপহার ঘর নির্মানের কাজ শেষ হয়েছে। প্রতি পরিবারের জন্য ২ শতাংশ খাস জমির কবুলত রেজিঃ করে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ ৬ষ্ট ধাপের ২১৭টি প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হয়েছে। এখন থেকে বরাদ্ধপ্রাপ্ত উপকারভোগীরা ঘরে বসবাস করতে পারবেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post