Print Date & Time : 20 July 2025 Sunday 8:54 pm

মনপুরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলার মনপুরায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(অঃ দাঃ) আল নোমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি  শেলিনা আকতার চৌধুরী।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবু, মনপুরা থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আলীগ সহ-সভাপতি একেএম শাহজাহান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, শিক্ষা অফিসার মিজানুর রহমান।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহ উদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আর//দৈনিক দেশতত্য//২৩ জুন-২০২২//