মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা:
ভোলার মনপুরায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাত পড়ে এক কৃষকের মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে সাড়ে ৩ টায় উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলি ইউনিয়নের জাহাঙ্গীরের খাল এলাকার সংলগ্ন বিলে (ধান ক্ষেত) এই ঘটনা ঘটে।
নিহত কৃষক হলেন, উপজেলার ৫নং কলাতলি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাহাঙ্গিরাখাল এলাকার বাসিন্দা মাহে আলম এর ছেলে মোঃ কামাল।
৫নং কলাতলি ইউনিযনের ইউপি সদস্য মোঃসাহাবুদ্দিন জানান, কামাল উদ্দিন সকালে তার গরুর জন্য বিলের মাঝে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসা নিয়ে আসেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাতের নিহত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

Discussion about this post