মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা :
মনপুরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩০ জানুয়ারী(মঙ্গলবার) হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“খেলাধুলা করবো ,সুস্থ্য জীবন গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ৩১টি ইভেন্টে অংশগ্রহন করেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজির হাট মডেল সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
এই সময় স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দ সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post