মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা ।।দেশের বিদ্যুৎ খাতের আধুনিকায়নে ভোলা জেলার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার মনপুরায় তিন মেগাওয়াট সোলার ব্যাটারি ডিজেল সংবলিত হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়।
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তির খবর শুনে গ্রাহকদের মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে।
সোমবার (২৫ জুলাই) বিদ্যুৎ ভবনে মনপুরা দ্বীপের এই হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়।
ওয়েস্ট জোন পাওয়া ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকা ও ওয়ের্স্টান মনপুরা সোলার পাওয়ার (ডবিøউএম এসপিএল)মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টের (আইএ) জন্য বিদ্যুৎবিভাগের পক্ষে যুগ্ন সচিব নিরোদ চন্দ্র মন্ডল ও পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ)স্বাক্ষর করেন ওজোপাডিকোর সচিব আলমগীর কবির এবং ডবিøউএমএসপিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, আগামীদিনের জ্বালানি হলো নবায়নযোগ্য। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানা ভাবে সহযোগীতা করছে। সবুজ জ্বালানি গ্রহনে সরকারের প্রতিশ্রæতি বাস্তবায়নে ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে।
সোলারের সঙ্গে ব্যাটারি ও ডিজেল থাকবে। তবে কোন অবস্থায় ডিজেল থেকে ১০ শতাংশ বিদ্যুৎের বেশী উৎপাদন করা যাবেনা।
২০ বছর মেয়াদী এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ২০ হাজার ৪৮৩ গ্রাহক সরকারী মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আহমেদ বক্তব্য দেন।
মনপুরায় হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর খবর শুনে খুশির আমেজ লক্ষ করা গেছে গ্রাহকদের মাঝে। মনপুরার মানুষের দীর্ঘদিনের দাবী পুরন হতে চলেছে।
এব্যাপারে হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানি পাবো। মনপুরার মানুষের দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হচ্ছে। আমরা খুব খুশি।
এব্যাপারে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়া বলেন, সরকার শতভাগ বিদ্যুতের প্রতিশ্রæতি বাস্তবায়ন করছেন। তিন মেগাওয়াট সোলার ব্যাটারি ও ডিজেল সংবলিত হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর হওয়ায় আমরা মনপুরাবাসী খুবই আনন্দিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সার্বিক সহযোগীতা করায় মনপুরা বাসীর পক্ষ থেকে এমপি জ্যাকবকে অভিনন্দন জানাই।
এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী বলেন, তিন মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর হওয়ায় আমরা আনন্দিত। সবুজ জ্বালানি গ্রহনে সরকারের প্রতিশ্রæতি বাস্তবায়নে ও নবায়নযোগ্য জ্বালানি পাচ্ছি। ২০ হাজার ৪৮৩ গ্রাহক সরকারী মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//