মনপুরা উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৭ হাজার ৫০ জন গরীব অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়া হবে।
মঙ্গলবার (৫ জুলাই) উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। এ সময়ে ১ হাজার ৫শ’ ৭১ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া ও ট্যাগ অফিসার মোকাম্মেল হক।
আর//দৈনিক দেশতথ্য//৫ জুলাই-২০২২//