Print Date & Time : 3 May 2025 Saturday 10:49 pm

মনপুরায় ভিজিডি কার্ডের চাল বিতরণ

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) :মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার  সাবেক ইউপি চেয়ারম্যানের বিতরনকৃত ৮০৮টি কার্ডের মধ্যে ২৮টি ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন।

অনলাইনে কার্ড যাছাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারী নারীদের নিকট হস্তান্তর করেন  এবং ৪ মাসের ভিজিডি কার্ডের ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

রবিবার হাজির হাট ইউনিয়ন পরিষদে ২৮টি ভিজিডি কার্ডের ৪ মাসের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিত,উপজেলা আ’লীগ সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক, প্রেসক্লাব সাবেক সভাপতি আমির হোসেন হাওলাদার, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগন।

দৈনিক দেশতথ্য//এল//