মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা :
মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করনে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মনোয়ারা বেগম সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মাষ্টার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবির।
আলোচনা সভার পুর্বে শিক্ষার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এই সময় মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ,বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post