মোঃ ছালাহউদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা: পুলিশের বিশেষ অভিযানে সোমবার সকালে চেতনা নাশক চোর চক্রের প্রধান সহ দুইজন আটক হয়েছে। আটককৃতরা হলেন, চোর চক্রের প্রধান আল-আমিন (২৫)। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। অপর সহযোগি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মোঃ সোহেল (৩০)।
এই চোর চক্র বিভিন্ন বাড়ির লোকদের নানা কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে চুরি করতো। তাদের কাছ থেকে চুরি হওয়া ৮ আনা স্বর্নের চেইন, দেশীয় অস্ত্র ও চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতি রাতেই তারা একসাথে তিন-চার বাড়ি চুরি করতো। এতে অতিষ্ঠ হয়ে পড়ে স্থানীয়রাসহ পুলিশ প্রশাসন। অবশেষে ওসি সাইদ আহেমেদর নের্তৃত্বে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ এক সহযোগিকে আটক করা সম্ভব হয়।
মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় আটককৃত চোরদের মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে পুলিশ। এরপর ৫ দিনের জন্য তাদেরকে রিমান্ড নেওয়ার আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ জানান, চক্রের প্রধানসহ এক সহযোগিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। চক্রের অপর দুই সদস্যকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//৩১ মে-২০২২//