Print Date & Time : 10 May 2025 Saturday 11:51 pm

মনপুরায় হরিণের মাংসসহ দুইজন আটক

ভোলার মনপুরায় জবাইকৃত ৮ কেজি হরিণের মাংস সহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ।

পরে দুই হরিণ শিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে বনবিভাগ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চল থেকে আটক করে পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোঃ আব্বাস আলীর নের্তৃত্বে বনবিভাগের একটি টিম।

পরে শুক্রবার সকাল ১০ টায় আটকৃতদের মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, আরিফ ও শাকিল। এদের বাড়ি উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দাসেরহাট গ্রামে।

পঁচাকোড়ালিয়া বনবিভাগের বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, গোপন সংবাদোর ভিত্তিতে চরপিয়ালে বনবিভাগের সংরক্ষিত বনে অভিযান চালিয়ে জবাইকৃত ৮ কেজি হরিণের মাংস সহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়। পরে আটককৃতদের মনপুরা বনবিভাগের রেঞ্জ অফিসে এনে মামলা দেওয়া হয়।

এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, শুক্রবার সকালে আটকৃত দুই শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষন ও নিধন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আর//দৈনিক দেশতথ্য//১৫ জুলাই-২০২২//