মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥ মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ হাজার ২ শত ৫৮ সমুদ্রগামী জেলেদের মাধ্যে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ভিজিএফ এর ৩০ কেজি করে চাউল বিতরন উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নীচে ৯টি ওয়ার্ডের সমুদ্রগামী জেলেদের মধ্যে চাউল বিতরন কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। চাউল বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ইউপি সচিব মোঃ ইয়াজউদ্দিন সিরানসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। ট্যাগ অফিসার উপস্থিত থেকে প্রত্যেক সমুদ্রগামী জেলেদের মধ্যে ভিজিএফ এর ৩০ কেজি করে চাঊল বিতরন করা হয়েছে।

Discussion about this post