মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা ॥ মনপুরা ব্যাবসায়ী কল্যাণ সমিতি হাজির হাটের উদ্যোগে হাজির হাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত তরুন চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার সংবর্ধিত। তিনি ব্যাবসায়ীদের ভালোবাসায় সিক্ত।
সোমবার সকাল ১০ টায় সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদারের দ্বিতল ভবনের উপর নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন মনপুরা ব্যাবসায়ী কল্যাণ সমিতি সভাপতি তৈয়বুর রহমান ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদস্য অনুপম দাস। সংবর্ধনা শুরুতে ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমরান হোসেন বিদ্যুত ফুল দিয়ে ও সভাপতি ক্রেষ্ট দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদারকে বরন করে নেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সঞ্জয় কুমার দে দুর্জয়। সমিতির সদস্যরা বিভিন্ন সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন হাজির হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার, বিশিষ্ট ব্যাবসায়ী আঃ মান্নান মাষ্টার। পরে সংবর্ধিত প্রধান অতিথি নবনির্বাচিত তরুন চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার বলেন, আজ আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ। জনগন আমাকে বিপুল ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবা করে যাব। আমি আপনাদের পাশে আছি। আপনাদের যেকোন সমস্যা আমি সমাধান করার চেষ্ঠা করব। আপনারা যেসমস্ত সমস্যা তুলে ধরেছেন তা আমি নোট করে নিয়েছি। পর্যায়ক্রমে তা আমি সমাধান করব।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফরাজী, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদার, সাবেক মেম্বার সৈয়দ আহম্মদ মানিক,সাবেক বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাবেক প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম, কোষাধক্ষ মোঃ আল মামুন, সাংবাদিক নেছার আহম্মদসহ ব্যাবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ।

Discussion about this post