মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।
“ অসমতার বিরুদ্ধে লড়াই করি ,দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে অফির্সাস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান তাওহীদ, মৎস্য কর্মকর্তা ভিক্টও বাইন,উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূঁইয়াসহ বিভিনন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক,সিপিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে ভুমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post