মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে এইচ.এস.সি ২০২৩ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কলেজের হল রুমে এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন একাদশ শ্রেনীর ছাত্রী মাহমুদা আক্তার তামান্না, গীতা পাঠ করেন সুমি বালা দাস। মানপত্র পাঠ করেন সামিলা আক্তার।
সহকারী গ্রন্থগারিক মোঃ সীমান্ত হেলাল সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (কুষিশিক্ষা) মোঃ মাহবুবুল আলম শাহীন,সহকারী অধ্যাপক (বাংলা)জুড়ান চন্দ্র মজুমদার, প্রভাষক(ইংরেজি) আবুল বাশার। একাদশ ধ্রেনীর ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সামিয়া ছিদ্দিকা ঝতু । বিদায়ী ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন রাবেয়া জাহান ঐশী। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও মোঃ মাকসুদুর রহমান।
এই সময় কলেজের সকল শিক্ষকবৃন্দ ,অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও কলেজের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post