মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা : ভোলা জেলার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিচ্ছিন্ন চর কলাতলীকে নতুন ৫নং কলাতলী ইউনিয়ন গেজেট প্রকাশ হওয়ায় এমপি জ্যাকবকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল। ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদোরের নের্তৃত্বে হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৪টায় নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়নের কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি আবাসন বাজার হয়ে মনির বাজারে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। সভায় বক্তব্য রাখেন ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল । উন্নয়নের সেই ধারাবাহিকতা বজায় রেখে চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের আইকন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চরফ্যাশন ও মনপুরায় ব্যাপক উন্নয়ন করেছেন। বাদ যায়নি বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো। বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো উন্নয়নের দৌড় গোড়ায় পৌছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চরাঞ্চলবাসীর কথা চিন্তা করে নতুন একটি ইউনিয়ন করেছেন এমপি জ্যাকব। এখন এই বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে। সাধারন মানুষ আর কষ্ট করে উপজেলায় যেতে হবেনা।
আনন্দ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কবির হাওলাদার, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ঢাকা মহানগন দক্ষিন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারেজ সামী, উপজেলা যুবলীগ সহসভাপতি মোঃ সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মাতাব্বর, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ নোমান ফরাজী, হাজির হাট ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ ইলিয়াছ চৌধুরীসহ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post