মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা : মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ও সকাল সাড়ে ১১টায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে পৃথক পৃথকভাবে এস.এস.সি পরিক্ষার্থীদৈর বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার এবং হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।
এই সময় আরও উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম , প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন আজাদসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, স্থানীয় জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, সাংবাদিক, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীগন।
উল্লেখ্য একই দিনে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দোয়া মোনজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মনপুরা মাধ্যমিক বিদ্যায়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//