মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা : ভোলার মনপুরায় গাঁজাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে আটক করে পুলিশ।
এই সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামির বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় ৪ টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ জহিরুল ইসলাম।
শুক্রবার দুপুর ৩ টায় আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার পরিসংখ্যান অফিসের সামনে থেকে শুক্রবার ভোর রাত ৪টায় গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটককৃত আসামি হলেন, মোঃ মফিজ (৩৩)। তিনি ভোলার তজুমুদ্দিন উপজেলার মহাজন কান্দি তালুক ১ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
এই ব্যাপারে মনপুরা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post