মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় এক মাদ্রাসার ছাত্রীকে নিজ বসত ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে এক যুবক।
এই ঘটনায় একদিন পর সোমবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করে। মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
এর আগে রোববার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে জনতা বাজার সংলগ্ন ওই ছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।
ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বখাটে ওই যুবক হলেন, মোঃ শাকিল। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমানপুর গ্রামের বাসিন্দা হেলাল পাটোয়ারীর ছেলে।
ওই ছাত্রীর মা জানান, শনিবার সকালে স্বামীসহ অসুস্থ ভাইকে দেখতে চরফ্যাসনে যান। বাড়িতে ছোট ছেলে ও মেয়েকে রেখে যান। এই সুযোগে রোববার দুপুরে ওই বখাটে যুবক শাকিল মেয়েকে মুখে গামছা পেঁছিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় ছেলের ডাকচিৎকারে প্রতিবেশীরা চলে আসে। পরে ওই বখাটে যুবক পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে বিকেলে মনপুরায় চলে আসি। পরদিন সোমবার মেয়েকে বাদী করে মনপুরায় থানায় মামলা করি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা করে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post