Print Date & Time : 14 July 2025 Monday 8:22 pm

মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা : মনপুরা উপজেলা প্রশাসন ও দুর্যেগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ভুমিকম্প ,অগ্নিকান্ড মহড়া, অগ্নিনির্বাবক সচেতনতা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ স্মাট বাংলাদেশের প্রত্যয,দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে অফির্সাস ক্লাব চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে অফির্সাস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।

সভায় বক্তব্য রাখেন, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট টিম লিডার মোঃ কামরুল হোসেন,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি সুবাস চন্দ্র দাস,কারিতাস মুক্তি-৩ প্রকল্পের ব্যবস্থাপক অশোক কুমার রায় প্রমুখ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজির হাট ইউনিট সিপিপি টিম লিডার মোঃ মোশারেফ হোসেন, সদস্য মোঃ নুরুল ইসলাম ফরাজী, সিপিপি সদস্য ও সাবেক ইউপি মেম্বার মোঃ মানিক মেম্বার, মোঃ ইউনুছ মেম্বার, সিপিপি অপারেটর মোঃ শহিদুল ইসলাম(সাংবাদিক)সহ বিভিনন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ফায়ারসার্ভিস ষ্টেশনের কর্মকর্তাগন, সিপিপি নের্তৃবৃন্দ,যুবরেডক্রিসেন্ট নের্তৃবৃন্দ ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//