মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা: মনপুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুুমে জাতীয় পুষ্টি সপ্তাহ আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তৈয়বুর রহমান। উপজেলা মেডিকেল অফিসার মোঃ রাসেল আহম্মেদ ভূঁইয়ার সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহসেম্মদ। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নাঈম হাসনাত, ১নং মনপুরা ইউপি চেয়ারম্যান মোঃ আমানত উল্যাহ আলমগীর। এই সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//