মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে । ৮ই জুন (বুধবার) দুপুর ১২ টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের ৪ নং ওয়ার্ডে মোঃ কবির হোসেন এর পুকুরে এই ঘটনা ঘটে
পুকুরের পানিতে ডুবে মৃত কন্যা শিশুটি হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবির হোসেন এর কন্যা নুসইবা (১ বছর ৫ মাস)।
মৃত কন্যা শিশুটির পরিবার সূত্রে জানাযায়, শিশুটিকে ঘরে রেখে মৃত নুসাইবার মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। নুসইবার বড় বোন তামান্না তার ছোট বোনকে পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে দেখেন নুসাইবা পানিতে ভাসছেন। তার ডাকচিৎকারে আশে-পাশের লোকজন এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু সালেহ মোঃ ইদ্রিস জানান, পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া কন্যা শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা যায়।
দৈনিক দেশতথ্য//এল//