Print Date & Time : 6 July 2025 Sunday 4:58 pm

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা : ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে লতিফ মাঝির নতুন বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।

পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল কাদের মোল্লার ছেলে আবির ইসলাম (৫)।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম জানান, পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা যায়।

দৈনিক দেশতথ্য//এল//